বিদর্ভ বসন্ত রাতের সঙ্গম সেরে
কবি মৈথুনকেই বলে শ্রেষ্ঠা
শত বছরের কোন গল্পের সহস্রাব্দ
বিষণ্ণ নিশ্চুপ কথার ভীড়ে
শেওলাফুলের সৌন্দর্যে কবিতারা সুখ খোঁজে
প্রনয় উদ্যমে নিত্য নির্বাক শব্দেরা হাসে
অবারিত বাংলার বিহ্বল প্রবীণ বৃক্ষ ফণিমনষার বাতাসে মঞ্চস্থ করে মলিন ইতিহাস
নিদ্রাহীন অধর চুম্বনে নিষিদ্ধ রাতের
রূপালী চর
আরো দুর অন্ধকার সমুদ্রের পাড়ে
নম্র শান্তির অনার্য ব-দ্ধীপ
কালের ইতিহাস ছেঁকে
সোনালী সফেন রক্তিম সূর্যের থালা উঠেছে আবার বঙ্গীয় সাগরে
তারূণ্য ত্রিস্তর ভেদ করে উথলে উঠে
সহস্রাব্দ কালের শত ইতিহাস মুছে
লেখে পুনঃ ইতিহাস
এ ইতিহাস জাগরণের