মনের জানালাটা খুলে দাও।
হৃদয় চোখের দরোজাটাও,
দেখো,কতোটুকু বদলেছি।
ছিলাম তোমার এতো কাছাকাছি,
আঁধার রাতের জোনাকি পোকারাও কেঁদেছে।
আমার যাতনা হায়,আকাশের তারারাও বুঝেছে!
তুমি নেই তাই আকাশ কাঁদে অবিরাম,
শোকের মূর্ছনা-
তুমি নেই তাই বহে নদী নিরবধি
দুঃখের করুণ যন্ত্রণা।
স্নিগ্ধ শিশিরে তোমার ছবি,
আঁকে প্রকৃতির কবি।
অপেক্ষায় দক্ষিণের বায়ু,সুদূর দিগন্ত,
তোমার অপেক্ষায় ধূসর মরু,বিদীর্ণ তপ্ত প্রান্ত।
অপেক্ষায় সাগরের নীল জলরাশি।
বিরহ গান অবিনাশী!
বিস্তীর্ণ সবুজ সুন্দরবন
প্রেমিত কবির প্রেমাক্ত মন ।
শুভ্র পালকের রাজহংসী হাসে,মাতে জলকেলিতে,
আমার বেলা যায় যে বয়ে,কবিতার ছবি আঁকতে।