কতো রমজান ফুটপাতে।
শুয়ে থাকে দিনে রাতে,
অভাগা পৃথিবীতে অভাবী সংসার
তেলতেলা শরীর তার,দেহ কঙ্কালসার।
এক রানা গান গেয়ে ফেসবুকে ভাইরাল
কতো রমজানের না খেয়ে কাটে দিনকাল।
আমরা মানুষ ওরাও মানুষ,পার্থক্যটা বলো কিসে
মানুষের মানবতা,সমাজের নিয়মটা হাসে।
কান্না,হাসি ক্ষুধার তাড়না সবারই এক
কোথায় তবে মানুষ,কোথায় তোমার বিবেক?
ধনীর দুলাল খেতে খেতে মরে
না খেয়ে কতো রমজান থাকে অনাদরে।
সামান্য সর্দি,কাশিতে ডাকো ডাক্তার
রোদ,ঝড় বৃষ্টিতে ঠাঁই নাই কোথাও তার।
অনাদরে ফুল ফুটে,অবেলায় ঝরে
কতো রানা,রমজান অবহেলায় মরে।
রানাদের পৃথিবীটা হোক সুখ স্বর্গের
মানুষ হোক মানুষের পৃথিবীটা হোক সকলের।