যদি ধ্বংসের খেলা খেলতে চাও খেলো।
যদি আঘাতে আঘাতে ক্ষত বিক্ষত করো,
তবুও জেগে উঠবো বার বার।
জেনে যাবে তুমি বিদ্রোহ কত দুঃসহ যন্ত্রণা।
একটি মিছিল,মুষ্টিবদ্ধ হাত,একটি শ্লোগান
কি দুর্বার,দুর্বিনীত,দুঃসাহস!
যে দাবানল বহুকাল জ্বলার প্রতীক্ষায় ছিল,
দানা বেঁধেছে আজ,শোষক তোমার দিন শেষ।
গুটাও তোমার শোষণের কালো হাত,
হটাও তোমার রাঙা চোখ।
নতুন স্বপ্নে বিভোর শোষিতের জীর্ণ অসহায় কায়!
তবুও শাণিত চেতনায় রক্ত নহর বইবে।
জেনে যাক তামাম বিশ্ব আজ,
রক্তের চেয়ে নই কিছু বেশি দামী আর।