একটি মানচিত্র একটি পতাকা হবে আমাদের
সার্বভৌম  একটি জাতি রাস্ট্রের অধিকারী হব আমরা।
এক অধীর আকাঙ্খাকে বুকে ধারণ করে সাতকোটি জনতার আবেগ আর উল্লাস।
রাজপথের প্রতিটি দেয়াল একজন কবির দখলে সব মিছিলের গতিপথ এক,মুষ্টিবদ্ধ হাত আর ঝাঁঝালো স্লোগানে মুখরিত প্রান্তর,
একটি স্বরচিত কবিতার অপেক্ষায় প্রহর গুণছে স্বাধীনচেতা অজস্র প্রাণ।
এ অপেক্ষা বহুপুরোনো,পলাশী থেকে রেসকোর্স।
বিপ্লব স্পন্দিত বুকে পিতা পিতার আগমন।
অনেক রক্ত,শোষণ শাসনে পিষ্ট জাতির মু্ক্তির পটভূমি রচিত হবে-তাই তাঁর এতো আয়োজন,
সকল গানে আজ এক সুর,সমবেত সকলের কন্ঠে আজ অভিন্ন আহবান,
একজন শিল্পীর আগমনী বার্তায় টইটুম্বুর বিস্তীর্ণ মাঠ।
হ্যামিলনের বাশিওয়ালা আসবেন!
বাঁশির সুরে বিমোহিত জনতার বজ্রকঠিন শপথ।
বসন্তের ফুলে সুরভিত বাগান অপেক্ষায় এক রাজনৈতিক কবির।
তিনি এলেন,দেখলেন অতঃপর জয় করলেন
বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।
এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম।
কালকে অতিক্রম করে হলেন ইতিহাস।
একটি নক্ষত্রের আলোতে মুছে গেল সহস্র রাতের অন্ধকার।
পাখির ঠোঁটে,শ্রমিকের গানে,
তাই আজ শেখ মুজিব,শেখ মুজিব।
ছাপ্পান্ন হাজার বর্গমাইলের তেরো শত নদী আজ শেখ মুজিবের কথা বলে,
আমিও শেখ মুজিবের কথা বলি।
এই হিজল জারুলের বন
পদ্মা,মেঘনার অথৈ জল
বসন্তের কৃষ্ণচূড়া শরতের ধবল আকাশ
বিস্তীর্ণ মাঠের রূপালী ধান
শেখ মুজিবের কথা বলে।
ঘাটের মাঝি,রাখালের বাঁশি
এই রেসকোর্সের সবুজ উদ্যান
রাসেল স্কয়ার,লাল সবুজের পতাকা
বলে শেখ মুজিব,শেখ মুজিব।
আমিও শেখ মুজিবের কথা বলি,
কিশোরীর লাল টিপ,হাওড়ের ঝিনুক
বর্ষাস্নাত বিলের পদ্মপাতা
কাঁটাতারে ঝুলে থাকা কিশোরীর রক্তাক্ত লাশ
শহীদের বিদেহী আত্মা,
জীবন যুদ্ধে পরাজিত মুক্তিযোদ্ধা
আজ শেখ মুজিবের কথা বলে
আমিও বলি শেখ মুজিব,শেখ মুজিব।