এমনি দিগন্তজোড়া শ্যামল শোভা ছায়াঘন বনরাজি ।
কোথায় পাবো বল আমার বাংলা ছাড়ি?
এমনি নয়না বিরাম এমনি আদর মাখা
যেখানে সব এক হয়ে মিশে আছে,
কাকচক্ষু শাপলা কমল কলমিরা সব স্নিগ্ধজলে,
বাতাসে দোলখেলা শর্ষে ফুলের ফুল্কিমালা।
যেখানে প্রকৃতি তার নিটোল সৌন্দর্য দিয়েছে দু-হাত ভরে
যে দিকে তাকাই দেখি আলোকিত আকাশ।
পাই গ্রাম বাংলার মহনীয় রূপের সুরভিত বাতাস,
গাছের সুবজে আর দেহের শ্রমে-
যেখানে সব এক হয়ে মিশে আছে
কামার,কুমার,তাঁতি আর জেলে।
এখানে এমন রৌদ্রদীপ্ত আর স্নিগ্ধরাত্রি
কোথায় পাবো বল আমার বাংলা ছাড়ি?