নিঃসঙ্গতার পাহাড় ডিঙিয়ে বিশাল আকাশে দেখি হলুদ পাখি,
বিরামহীন নদীর বুকে পাখা ঝাঁপটে নীল দিগন্তে
বিষন্ন মেঘের পানে চেয়ে থাকে একাকী!
এ পাখি কথা বলে,
নদীর তলদেশ ফেড়ে পাখির চোখে হয়তো কান্নার সমুদ্র উপচে পড়ে
সমুদ্র কী দুঃখ বুঝে?
চোখের জলের কোনো রং নেই
অভিযোগের পাহাড়ে স্তূপকৃত বোবাকান্নার তর্জমা হয় না।
বিষাদের হাহাকারে অঝোর বর্ষণে যেন নীলীমা কাঁদে,
পালকে পালকে দুঃখ
চোখে,মুখে,বুকে দুঃখ
মেঘের জলে দুঃখ