কোনো এক হেমন্তে পৌষের ঘন কুয়াশা কেটে গেলে
তোমার উঠোনের একচিলে মিষ্টি রোদে পাটি পেতে বসবো,
তোমার উরুতে মাথা এলিয়ে রৌদ্র অবগাহনে সুখ খুঁজে নেব।
ঠিকরে পড়া রোদে তোমার সোনালীচুলে
অথবা ওম লাগা ঘোর আবেশে
আলতো হাতের মৃদু পরশে
গল্পে গল্পে সাজিয়ে নেব আমাদের অনাগত ভবিষ্যত।
সোনালী এসো এই হেমন্তেই আমরা একে অন্যকে খুঁজে নিই।
সময় বয়ে যাচ্ছে সোনালী,আমি বড্ড বেশুমার,
প্রতি হেমন্তে তোমার স্বপ্নে বিভোর,
সোনালী আমি ক্লান্ত বড্ড ক্লান্ত।