মন বলে তুই বিদ্রোহী হ,
বাস্তবতা বলে থাম।
সবকিছু নিয়ে মাথা ঘামানো,
এগুলো কি তোর কাম?
যা হচ্ছে দেখে যা,লোকে যা বলছে শুনে যা
প্রয়োজনে নাক,মুখ চেপে দরজা বন্ধ করে ঘুমিয়ে যা!
ডানে বামে,ঘরে বাইরে যা হচ্ছে সব হোক
এসব দেখার রাস্ট্র ও সমাজে আছে কতো লোক।
চারপাশে সব ধান্ধাবাজি ফন্দিফিকির ভণ্ডামিতে ভরা
মানুষ মারার নকল ঔষধ দামেও ভীষণ চড়া
বাজারে আগুন কেউ বলছে না কোনো কথা
মদের দামটা বাড়লো কেন এই নিয়ে মাথাব্যথা।
তাবলীগ কেন দুভাগ হলো ধর্মের নামে কেন ব্যবসা,
পাবলিকের টাকা দিয়ে খায় কেন ওরা এরাবিয়ান খ্যাবসা?
এসব নিয়ে বললেই ধেয় ধেয় করে সব ব্যাটা চটে যায়
বোকা ছেলে ভাবা যায়,তুই আছিস কোথায়?
লাউ কদু,যদু মধু দিনশেষে সব ব্যাটা এক হবে
মিটিং ফিটিং,সিটিং হবে,সবকিছু থেমে যাবে,
তাই বলছি চুপ থাক বলিস নে আর কথা
যার সর্ব অঙ্গে ব্যথা তুই ঔষধ দিবি কোথা?