স্মৃতির সাগর কিংবা দুঃখ ভারাক্রান্ত পাহাড় যখন নিজেই
নিজের অস্তিত্বকে অস্বীকার করে বসে।
যখন অদৃশ্য সত্ত্বার কাছে আমরা সঁপে দেই বিচার্যভার?
তখন মানব আত্মার মৃত্যুর ঘোষণা অনিবার্য সত্যে রূপ নেয়,