ভাবছি আমার একটি তুমি চেয়ে বিজ্ঞাপন দেব।
শহরের ব্যস্ত মোড়ের সবচেয়ে বড় বিলবোর্ডগুলো হবে তুমিময়।
পোস্টারে ছেয়ে যাবে দেশের সমস্ত পাবলিক স্টেশন।
ছোট ছোট দেবশিশুদের হাতে ধরিয়ে দেব লিফলেট।
টিভি স্ক্রলে ক্রমাগত হেড নিউজে ভেসে আসবে নতুন এক পাগলাটে রোমিওর,তুমি চেয়ে বিজ্ঞাপন।
টকশোতে পক্ষে দাড়াবে অগণন রোমিও।
খবরের কাগজে তুমুল হইচই,নতুন কবিতার উপকরণ পাবে পাগলাটে শত প্রেমিক কবি,
অতপর টক অব দ্যা কান্ট্রি!
শহর,গঞ্জে,কলেজের মাঠে বা চায়ের দোকানে তুমিময় তুমুল আলোচনা,
প্রতিটি কবিতা,প্রতিটি গান,প্রতিটি শব্দ তুমিময়!
সদ্যস্নানে ভেজা চুল,হাতের চুড়ি,পায়ের ঘুঙুর,
কপালের টিপ,স্লিক শাড়ীর ভেতর লাল ব্লাউজ প্রকৃষ্ট উপকরণে উৎকৃষ্ট কবিতা হবে তুমিময়।
নামে-বেনামে অজস্র চিঠির তোড়ে উবে যাবে পিয়নের ঘুম।
প্রথম যেদিন যৌবন এসেছিল এ প্রাণে
অনুভবের শিহরণে অনুভূত মন বলেছিল আমার একজন তুমি চাই।
ভাবছি আজ সত্যি একটি বিজ্ঞাপন দেবো।
অনুপমা এই বিজ্ঞাপন তোমার নজরে আসবে তো?
চিঠির উত্তর আদৌ কি দিবে?
স্বার্থক হবে কি পাগলাটে রোমিওর তুমি চেয়ে তুমুল হইচইয়েপূর্ণ আমার এ বিজ্ঞাপন?
অনুপমা রাতের স্বপ্নে নয় এবার সত্যি হয়ে এসো,
আসবে তো?