এই বর্ষায় !!!
আজ এই বৃষ্টি মুখর সন্ধায়
তুমি আমি দু জনায়
চলো ঘাস হয়ে যায়।
বৃষ্টির পানিতে, ডুবে যাবো দুজনে
শ্যামল মেয়ের কমল পায়ে
হেঁটে চলে যায়।


কি যে করি এই
সন্ধায় !!! বৃষ্টির ঘোলাটে আকাশে
মেঘের গর্জনে নির্ভয়ে
সাদা বক হয়ে যায়।


ভেজা বাতাসে, ডানার ঝাপটায়
মেঘের সিমানার খোঁজে
পাল্লা দিয়ে যায়।


এই মধুর ক্ষনে!!!
বৃষ্টস্নাত ঝিলে
খুব করে ডুবে
তুমি আমি হাঁস হয়ে যায়।


আমনের বিলে, ধানের শীরের নিচে
পানিতে গা ভাসিয়ে ভিন গ্রামে
ভেসে চলে যায়।


বৃষ্টি মুখরিত সন্ধায়!!
শ্যমা মেয়ের ভিরু চোখের তারায়
হাতের কদম ফুলে
ধরা খাওয়া চোর হয়ে যায়।


বৃষ্টির শব্দে, বিরহী মনে
কবিতার পাতায় না বলা প্রিয়ার
মুখের ভাষা হয়ে যায় ।