পথিক হয়ে হারিয়ে যাওয়া যেন আমাদের রক্তে মিশে আছে
আমাদের ঘর ছাড়া মন আজও ওই পথে ছুটে চলে।
কোন অজানা প্রিয়ার খোঁজে দূর দেশে ঘর বাঁধে।


মন বলে
আমিও চলে যাব, দূরে, বহু দূরে
এই গ্যালাক্সির বাইরে কোন নাম নাজানা গ্রহে
আমার প্রিয়ার খোঁজে। সে
হাজার বছর ধরে বসে আছে আমার পথ চেয়ে।
লাখো চিঠি লিখেছিলো সে,
পথ ভুল করে পৌছেনি এসে এই পৃথিবীতে ।।
অবশেষে গতকাল, পেয়েছি সে চিঠি
স্বপ্নে এসে দিয়ে গেল সে।


তার নির্ঘুম চোখে ক্লান্তিমার ছাঁয়া
তার কালো মুখে কিসের সে মায়া।
কন্ঠে কোন অজানা ব্যথা।


কাঁপা কন্ঠে বলে
আমি এসেছি আজ, অনেক প্রতিক্ষার পরে
ওই গ্রহগুলোর ওপার থেকে, জীবনের পরে থেকে।
শুধু তোমার খোঁজে। আমি
পারি জমিয়েছি সহস্র আলোকবর্ষ
ছাঁয়াপথে খুঁজেছি তোমার অস্তিত্ব।
পথ ভুল করা পথিকের মত
সূর্যের আলো ভেবে, কোন নক্ষত্রের পিছে ছুটেছি।
অবশেষে পেলাম তোমায়, স্বপ্নে।


আজ আমি তাই স্বপ্নের পিছে ছুটে চলেছি
জানি সেখানেই আছো তুমি, একা দাঁরিয়ে।