ভালোবাসা নাইবা দিলে, রাত বেরাতে
জানলা তলে, পথ-বেপথে অপথ হলে
সহস্রাধিক গালি ফেলো
তোমার কণ্ঠ হয়না শুনা একযুগ হলো।


ভালোবাসা নাইবা দিলে,
কুকড়া চুলের বিষাদ ভুলে, তোমার হাসি
শ্যাম কালো মুখ মনে তুলে একটা জীবন
কাটিয়ে নেবার অভয় দিয়ো।


যায় না বলা সুখ পুড়া মুখ, সংসার বিমুখ
মানুষ যখন একলা চলে,
ধর্ম বুলির ঊর্ধ্বে গিয়ে গেলাম কোথায় খেয়াল রেখো
চারিদিকে মানুষ কেবল যাচ্ছে ঝুলে।