যদিও আমার ক্লান্ত শরীর
শান্ত ভোরে ঘুম ভাঙে না
ফিরে আসি তোমার ধারে - মাঝ দুপুরে।


ফিরে আসি ছুটির দিনে
পেট মানিয়ে ঘুরেফিরে
তোর ঠিকানায়- ভালোবাসি এই বাহানায়।


মিথ্যা কথা বলতে আমার লজ্জা ধরে
তোমার নাম'টা লুকাতে গিয়ে খোদার নামে
কসম কাটি - যদিও আমার ভুল হয়ে যায়।


ব্যর্থ হয়ে সন্ধ্যাবেলা বাসায় ফিরে
অনিষ্ট তায় মত্ত ছিলাম তওবা কাটি
ঠিকই পাবো আশায় বেঁচে শেষ জামানায়।