উঁকি দেয় শেষ দেখা চাঁদ ফুল
কুয়াশার আবছায়ায় লুকিয়ে,
চোখ জুড়ে ঘুম এসে চুমো খায়
নিশি প্রেম মরমর পল্কা চুকিয়ে।


ফজরের অগ্রে সমস্ত কাকদল
ডেকে রোজ ক্লান্ত শুনা হয় না,
দিকের শীতল বাতাস, সত্ত্ব জ্যান্ত লাশ
আকাশের তাঁরা সব গুনা হয় না।


মেডিসিন নিতে সই, চোখ দুটো ঝিমে আসে
বিষাদই গোড়া যত নষ্টের,
বিলাসী রাত গুলো কফিনের গহ্বরে
লাশ হয়ে বেঁচে থাকা কষ্টের।