আমাকে কেউ ছুঁয়োনা
আমি করোনা সংক্রমিত রুগী
সবাই অমানবিক হয়ে যাও।
ধারের কাছেও এসোনা
কাশিতে আমার দম আটকে যাচ্ছে
মৃত্যু দূত আমাকে ঘিরে ফেলেছে
একমাত্র মৃত্যু দুত এসময়ে মানবিক হয়ে দাঁড়িয়েছে।
কাছে এসে গলা টিপে ধরে
তার সংক্রমনের কোন ভয় নেই
তোমাদের ভয় আছে, আরও দূরে সরে যাও-
প্রয়োজনে আমাকে ক্রেন দ্বারা
ছুঁড়ে ফেল দূর কোন জঙ্গলে।
আমার প্রাণ ছটপট করছে
এক্ষুনি দম বেরিয়ে যাবে
তোমরা আমাকে কেউ ছুঁয়োনা
মরে গেলে যন্ত্রদানবের সাহায্যে ঢালা মাটিচাপা দিয়ে দিয়ো
জানাজা বা অন্তেষ্টিক্রিয়ার কোন প্রয়োজন নেই।
কোনভাবেই ছুঁয়োনা আমাকে
মরার পরে আমার জন্য মানবিক হওয়ার কোন দরকার নেই।


#বেনাপোল
০৪/০৫/২০২০
#কোভিড_উনিশ