মানুষ মরতে মরতে বেঁচে যায়। সংসারের ঘানি টানে। ছায়া দান করে সকলকেই। তবু্ও তার-ই কাছ থেকে খুঁচিয়ে খুঁচিয়ে আঠা বের করে। জীবনে অসহ্য যন্ত্রণা পোহায় সে। মুখ ফুটে কিছু বলে না। বুক ফেটে যায়। খরায় জমিন চৌচির হওয়ার মতো। তবু সে বাঁচতে চাই। এ বাঁচতে চাওয়ার অর্থ, সে আত্মহত্যা করতে চায়। আবার কেউ কেউ বাঁচার তাগিতেই আত্মহত্যা করে। এরকমভাবে আমরা প্রতিনিয়ত আত্মহত্যার পথ বেছে নিচ্ছি। আবার আত্মহত্যা করে নিজেকে বাঁচানোর চেষ্টা করে যাচ্ছি।


১৯/০১/২০২২
#বেনাপোল