*****
যখনই তুমিহীন আমি
ইট, পাথর, লোহা বা সিমেন্টে
তৈরি বাসা
কোন সুরম্য অট্টালিকা
অ-বাসা, কু-বাসা বা জঙ্গল অথবা কারাগার।


তুমিহীন আমি ভুমিহীন
তুমিহীন আমি বাসাহীন,বাসনাহীন
তুমিহীন আমি ভালোবাসাহীন।


সুন্দর জগৎ মরুময়
যখন আমি তুমিহীন
যন্ত্রণাদায়ক জীবন আমার
ক্ষীয়মাণ সদা আমার হৃদয়।


তুমি ও আমি, আমরা যখন পরস্পরের
তখন মরুভূমি, জঙ্গল, পিচঢালা রাস্তা
রাস্তায় সস্তা হোটেল বা বৃক্ষতল
অবশ্যই সুন্দর একটা ভালোবাসাময়
বাসনাময়,মোহনীয় একটা বাসা।


#বেনাপোল
২৯/০৩/২০১৯
কৃতজ্ঞতাঃ কবি ও লেখক কাজী জহিরুল ইসলাম।
তাঁর একটা পোস্টের কয়েকটি লাইনকে আমি শুধু কাব্যে রূপ দিয়েছি।