খানিকটা বিরতি -
যেন রাতের খাবারের জন্য এ বিশ্রাম ।
ঘন্টা খানেক আগে মেঘ সেজেছিল সাদাকালো পোশাকে -
দুর্দান্ত গতি ছিল তার ।
সেনাবাহিনীর মতো ঝাঁপিয়ে পড়েছিল
রোদে পোড়া চৌচির জমিনে ।
বসে ছিলাম জানালা পাশে
ভাড়া বাড়ির চারদিকে ফাঁকা -
দখিনা বাতাসের ছড়াছড়ি ।
ঘরের বেলকোনির সম্মুখে বাংলো টাইপের টিনের ছাদযুক্ত একটি স্কুল ঘর -
সে ছাদে বৃষ্টি পড়ার রিমঝিম শব্দ
বিমোহিত করে তুলেছে আমার প্রাণচঞ্চল মন ।
একবার জানালা পাশে
একবার ছোটো বারান্দায় পায়চারি ।
অন্য এক জানালার সীমানা পেরিয়ে একটি দালান ঘরের ছাদ ।
একই সাথে শহুরে ও গ্রাম্য বর্ষা উপভোগ -
চমৎকার উপভোগ্য ।
এইতো শুরু হলো ঝড়ো বাতাস
বৃষ্টির শব্দ বেড়েই চলেছে -
মন আরো চঞ্চল হয়ে উঠলো
কাঁচের জানালায় শনশন বাতাস ধাক্কা দিচ্ছে
এখন রাত আরো গভীর ।
রাত যতই গভীর হচ্ছে
ভয়ানক হয়ে উঠছে পরিবেশ ।
মেঘের গর্জন বেড়েই চলেছে
বিজলি চমকাচ্ছে মাঝেমধ্যে ।
বিজলি বাতির আলোকে ঘুমন্ত প্রিয়ার মুখখানি ঝলমল করে উঠছে
ছন্দময় হয়ে উঠছে সেই ভয়াবহ রাত।


বেনাপোল
১৭/০৫/২০১৫