আজ আকাশটা বেশ গোমড়ামুখো
থমথমে -
না আছে মেঘ, না বৃষ্টি
ধরাছোঁয়ার বাইরে
বোঝা দায়!
আকাশটাকে দেখে মন খারাপ হয়
সচকিতে ফিরে আসি স্বাভাবিকতায়
কিন্তু ;
তোমার গোমড়ামুখ যে আমার সহ্য হয়না,
তোমার গোমড়ামুখ দেখে
আমার ভিতর যে জ্বলে যায়
ভলকানোর লাল টকটকে লাভা বের হয়,
আমার যে হৃৎস্পন্দন থেমে যায়,
ব্রাডাকার্ডিয়া হয়
শ্বাসকষ্টে বুকটা চেপে আসে।
ও আমার প্রিয়তমা
গোমড়া হয়ে থেকো না
হয় বুক ফাটিয়ে হাসো
শরৎ মেঘে ভাসো
নয় তো কেঁদে ফেলো
শ্রাবণের মেঘের মতন।


বেনাপোল
২৩/০৯/২০২০