বাংলা লতিফা - ২৩


দুঃসময়ে পিছমোড়া হয়ে যায় জীবনের মানে
বাহিরে ভিতরে নির্মম ঝড় বয় সমানে সমানে ।


জীবন হলো নির্মমতার নামান্তর
জেনো , ভালোবাসলেই অঙ্গার হবে অন্তর ।


তবুও মানুষ ভালোবাসে জীবনেরই স্বার্থে
ভালোবাসা - বাসি হয়না যে , কোন শর্তে !


বেনাপোল
১১/১০/২০১৭
রাত দুইটা ছাপান্ন