কোন এক পহাতের কথা খুব মনে পড়ে
প্যাটে আঘুন জ্বলছিল হামারে
হামার মা কালাইয়ের রুটি অ্যানা দিল
আর কহিলো লে ব্যাটা, প্যাট ভইরা খা
খুশিতে হামার ভোক আদ্ধেক চল্যা গেছিলো।
হামার মা, ওগে হামার মা
তোমার ল্যাগ্যা হামার জান হ্যাচাৎ কইরা উঠছে
তোমার মুখখান দেখতে কবে য্যাতে পারবো, মা।
হামার যে কাহাবাহা ল্যাগ্যা গ্যাছে
হামি এইতো অ্যানু গে মা
ভককইরা যাবো
দড়ির খাটে বইসা
তোমার পা'খান ছুঁয়্যা দেখবো গে হামার মা।


২৭ মাঘ,১৪২৫
১০/০২/২০২০