মাননীয় সভাপতি
কিছু মনে করবেন না
কিছু মনে করলেও আমার কিছুই আসে যায়না।
আপনারা যাদের কে বেশ্যা বলে জানেন
আমি তাদের মা বলে জানি।
আমার মায়ের যেমন জটায়ু রয়েছে
তেমনি একজন বেশ্যারও রয়েছে।
আমার মা সন্তান জন্মদানে সক্ষম
তেমনি তারাও ;
শুধু আমার মায়ের সংসার আছে
তাদের সংসার নেই।
এজন্য দায়ী এদেশের সমাজ
এ সমাজের মুখে ঝাটা মারতে ইচ্ছে করে আমার।
যারা বেশ্যা বলে নাক সিটকান
তারা বেশ্যা পাড়ায় যান বেশি
তারা জন্ম থেকে বেশ্যা হননি
বেশ্যা করেছে সমাজ।
এ সমাজও একটা বেশ্যা সমাজ
যে সমাজ ক্ষুধার্তকে অন্ন দেয়না
বস্ত্র দেয়না, সম্মান দেয়না
সে সমাজে বেশ্যা জন্মাবে এটাই সঠিক।
মাননীয় সভাপতি
বেশ্যাকে একবার মা বলুন
তবে এ সমাজটাই পাল্টে যাবে।
একবার সংকল্প করুন
বেশ্যাবাড়ি গিয়ে বেশ্যা উপভোগ ছেড়ে
অন্ন বস্ত্রের ব্যবস্থা করুন
তাহলে আর বেশ্যা থাকবেনা কেউ।
মাননীয় সভাপতি
আপনি নিজে পরিবর্তন হয়ে যান
সমাজও পরিবর্তন হয়ে যাবে।
কিছু মনে করলেন না-কি মাননীয় সভাপতি?
কিছু মনে করলেও
আমার কিছুই আসে যায়না।
আমি কবিতার মানুষ
তাই মানুষের কথা বলেছি
কারণ একজন বেশ্যাও আপাদমস্তক
একজন মানুষ।
বেনাপল
০৩০৮২০২১