একটি ছেলে
ছোট্ট ছেলে
মনটি বড়ই উদার
সেই ছেলটিই
ছোট্টকালে, কিশোরকালে
বন্ধুকে দেয়
নিজের গা'র কাপড়
ভালোবেসে উপহার।


সেই ছেলেটিই
দেখলো যখন বন্ধু আছে ভুখা
কষ্ট নিয়ে বন্ধু নিয়ে
ফিরলো বাড়ি মায়ের কাছে
ভাত খাওয়ালো, পেট ভরালো
এমন ছেলে, ছোট্ট ছেলে
কালের সাক্ষী
সব তোমাদের দেখা
এমন ছেলে ছোট্ট ছেলে
উদার মনের নেতা ছেলে
যায় কী তাকে রুখা!


সেই ছেলেটি বড় হলো
দেশের জন্যে, দশের জন্যে
মনটি কাঁদে সারাক্ষণই তাঁর।


বড় হলো, লড়েই চললো
পাক শাসকের সাথে
দেশের মানুষ দুঃখী সবে
শোষন করে সব বারাতে
তাই দেখে কী ভালো লাগে
উদার মনের সেই মানুষের।


লড়াই করে জেলে গেল
তবুও ভাই! দামাল ছেলে
ভয় পেলোনা, রেডি হলো
যুদ্ধ করার, বেঁচে উঠার।


ভাষন দিল ঝাঁঝিয়ে কথা
জনগনের তরে
যুদ্ধ করো, লড়াই করো
যার কাছে যাকিছু আছে
ঝাঁপিয়ে পড় তাই নিয়ে।


সেই ছেলেটিই, তোমরা সবে জানো
মরে গিয়েও
পদ্মা, মেঘনার মতো
চির বহমান, বিশ্বজুড়ে মহিয়ান
সেই ছেলেটিই আজও অমর
তিনিই হলেন
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।


#বেনাপোল
১৫/০৮/২০১৮