৩০১০ সাল
দেশের আনাচে কানাচে কোন গাছপালা নেই
গাছগুলো সব বিষাক্ত গোখরায় পরিনত হয়ে গেছে
মানুষের মুখ হনুমানের মত কালো দাগযুক্ত হয়েছে
কোন মানুষের উচ্চতা দুই ফুটের বেশি নয়
গবাদিপশুর আকার-আকৃতি বিশালকায় যেন দৈত্যদানবে পরিণত হয়েছে
সড়ক মহাসড়কে কোন যানবাহন নেই
এঁকেবেঁকে পড়ে আছে অজগরের মত
এয়ারবাস চলাচল করছে সব মানুষ
হোটেল মোটেল, রেস্তোরাঁয় পাওয়া যাচ্ছে মানুষের মাংস
মানুষ মানুষকে খাচ্ছে অবলীলায়
কোন সংকোচ নেই, নেই অরুচি
পারমানবিক বোমা ফেটে যাচ্ছে মুহুর্মুহু
মানুষের যথেচ্ছাচার প্রকৃতির অসহ্য হয়ে উঠল
৩০৯০ পেরোতেই
রোগ-শোকে মানুষ মরে যাচ্ছে জ্যামিতিক হারে
পৃথিবী ধ্বংসের পূর্বমুহূর্ত
কেউ কারো নয় আজ, যে যেদিকে ইচ্ছে পালিয়ে যাচ্ছে
পিতামাতা চিনছেনা সন্তানদেরও
সন্তানেরাও চিনছেনা পিতামাতাদের
ভয়ানক বিকট শব্দে কানের পর্দা ফেটে যাচ্ছে
পাহাড়-পর্বত ওলট-পালট হয়ে যাচ্ছে ক্রমাগত
সমুদ্রের ফেনা রক্তেমাখা
কেউ নেই, কেউ নেই এখন এ পৃথিবীতে


#বেনাপোল
১৫/০৩/২০২০