একটি অন্য ভাবনা


বস্তিতে থাকা কোন মেয়ে অথবা ছেলে
কোন প্রাণঘাতী ভাইরাসের জন্য
নিশ্চয়ই দোষী নয়
স্বপ্ন তাদেরও আছে কিন্তু খুবই সরল হিসাবের স্বপ্ন অন্তত একবেলা পেটপুরে ভাতের
পচা পানিতে তাদের কিছু হয়না
বোতলজাত পানির স্বপ্ন টুকুও তারা দেখেনা
তাদের একটাই স্বপ্ন অন্তত পেটপুরে একবেলা ভাত
ওদের নিয়েই আমাদের কবিতা, নাটক , সিনেমা আরও কত কি?
তবু নায্যতা নেই তাদের জন্য
প্রতিদিন গালি খাই "ঔ কুত্তার বাচ্চা "
গালি ওদের গায়ে লাগেনা, যেমন লাগেনা তাদের গায়ে কোন ভাইরাস
ওরাও ভালোবাসে, প্রেম করে, বিয়ে করে
ওদের ভালোবাসার মধ্যে কোন খাদ থাকেনা
যদিও তাদের মুখে সবসময়ই ঔ শালী বা শালীর বেটি শালী
গাল আছে মুখে, তবে অন্তরে ভালোবাসার মধু আছে, এতটুকু বিষ নেই।
আমরা অতিশয় ভদ্রলোক গাল দিইনা
তবে মুখ এঁটে দিয়ে অন্তর পুড়িয়ে ফেলি
আসলে ভালোবাসতে জানতে শিক্ষিত হওয়া জরুরি নয়
জরুরি মানুষ হওয়া, সেটা বস্তির ঘরেই হোক আর ইমারত দালানকোঠার ভিতরেই হোক।


#বেনাপোল
২৫ ফাল্গুন, ১৪২৬
০৯/০৩/২০২০