আষাঢ়ের মেঘগুলো বিচ্ছিন্ন হয়ে উড়ে ইদানিং,
বৃষ্টি হয় অঝরে কোন একদিকে
খুব নিকটেই পথঘাট শুকনো থাকে
আজকাল মেঘবৃষ্টির আচরণ
বড্ডই রাজনৈতিক।
করোনাকালের জীবন
হাসিখুশিহীন
সামাজিক বন্ধন পুরোটাই কূটনৈতিক।
খুব করে যাকে ভালবাসি
যাকে ছাড়া একপা চলা দায় হয়
সে-ও ভুল বুঝে ব্যঞ্জনাময়।
বয়সটায় পড়েছে ভাটা
মনের সবুজ আছে আমার কাছে
দেখে না কেউ, দেখে শুধু কাঁটা।
করোনায় মরে প্রতিমিনিটে দুজন
ক্ষুধা-তৃষ্ণায় মরে সাতজন।
ব্যর্থতার গ্লানি বুক চিরে দেয় করাতের ধার
সবকিছু ছেড়ে দিয়ে মেনেছি তাই হার।
ভালো থাকা যায় নিশ্চয়
ভালো বলে লোক সবাই
যতক্ষণ আমি সবকিছু মেনে নিয়ে
নিশ্চুপ থাকি, ভাবি পাগলে কি-না বলে
আর ছাগলে কি-না খায়।
এ জগৎসংসার মিছে,কেবলই মরীচিকাময়
এ ধরায় নেই কোন হৃদয়
প্রেম মিছে, বড্ড মিছে, ও কেবলই বিভীষিকাময়।
১১/০৭/২০২১