চাঁদের হাসি ঠিকরে পড়ছে সবুজ জমিন ঘাসে
তাই দেখে -
হরিপদ কেরাণীর প্রেতাত্মা মুচকিটানে হাসে।
হাসে আর হাসে অট্টহাসি হাসে
শতশত হরিপদ কেরাণী
অভূক্ত থাকে যে বারোমাসে।
বুড়ো টিকটিকি সেরকমভাবে এখনো টিটকারি মারে
সুযোগ বুঝে চেপে বসে এটি কেরাণীর শীর্ণকায় ঘাড়ে।
ঢাকায় শাড়ি পরা মনঃপ্রাণ মেয়েটি ক্ষণেক্ষণে মরে
কেরাণীর জীবন এমনিভাবে মরে যায় প্রেম কালাজ্বরে।
কেরাণীর জীবন বদলায়নি কোন কেরাণীর  কোনকালে
কেরাণীগীরি করেই তার এ মহামান্য জীবন চলে।


#বেনাপোল
৩১/০৫/২০১৮