১.
আইজ চাঁনটা ক্যামন ক্ষ্যাপা হয়্যা গ্যাছে
আলোর উপরে আলো ছড়্যাছে
হামার আর ভালো লাগছেনা গে মা।


হ্যাঁগে মা তুই কহা
হামি ঘরের ভিতর একলাই জ্যাগ্যা আছি
তোর বহু মার বাড়িতে
হামার ব্যাটা বেটি কেহু নাই
তাও চাঁনটা ক্ষ্যাপা হয়্যা গ্যাছে।


হামার চোখে একটুকুনু নিন আসেনা
একলাই কি নিন আসে
চাঁনের আলো একলাই কি খ্যাতে ভালো লাগে
ও মা তুই কহা না গে মা


হামার ব্যাটা বেটি আর তোর বহুর ল্যাগ্গ্যা
মন ছটপট করছে গে মা
তুই কহা
হামিও তো তোর প্যাটমুছা ব্যাটা
হামাকে না দেখলে তোর জাহানের ভিতর ক্যামন করে, ছটপটানি ধইরা যায়না!


#বেনাপোল
২৮ জৈষ্ঠ্য, ১৪২৫
২৮০৬২০১৮