দুর্ভোগ পোহাতে হবে তাদের
সামনে অথবা পিছনে
যারা মানুষের নিন্দায় লিপ্ত রবে।
দুর্ভোগ তাদেরও জন্য
অগাধ অর্থের পিছনে ছুটে
অর্থকে নিয়ে রাখে হাতের মুঠে
গণনায় থাকে লিপ্ত বারংবার
যাদের ধারণায় থাকে
সে অর্থতেই
জীবনের সব বিপদ যাবে টুটে
এবং অমর হয়ে রবে
রবে অগ্রগণ্য।
জেনে রেখো বান্দা অধম
হবেনা তা কখনোই
বরং নিক্ষিপ্ত হবে হোতামায়
যা নরকের একটি নাম
পুড়বে অনন্তকাল
এ জ্বলন হবে চরম ও পরম।
জান কি তুমি, হে পাষুণ্ড
এ হোতামার কথা?
এ এক আল্লাহর জ্বলন্ত অগ্নিকুণ্ড।
গিলে খাবে তোমার অন্তর
পরিবেষ্টিত হয়ে রবে অসীম স্তম্ভে
হবেনা কখনোই লণ্ডভণ্ড।


হুমাযাহ'র অর্থ - নিন্দাকারী/নিন্দুক


#বেনাপোল
২৭/১২/২০২০