কবিতা নয় কথা
অথবা'র কোন অপশন নাই
১.
দাবড়ে যা হয়
ফাঁপড়ে হয়না
যদিও -
ফাঁপড়ে রাজ্য বেদখল
স্বর্গলাভে নাই ধকল।

২.
ছয় লাখে ভাত জুটে না
একশো বিশে পোলাও
ও নিয়তি -
তুমি এ কেমন খেলা খেলাও!


৩.
ইলিশের কদর
বুঝে-না বদর
শুধুই ভদর-ভদর
ফাঁকতালে সব-ই সদর।


৪.
সবজি আছে
কবজি নাই ;
ড্যাল দিয়ে ভাত খাই
সড়ক দিয়ে হেঁটে যাই।


৫.
ছাগলে ফসল খায়
উল্টে  গেছে নিয়ম-কানুন
এ কালে -
ফসলে ছাগল খায়।
হাত কাটা রবিন
মেশিনে দেয় ববিন ;
পা কাটা কারিগর
চালায় সেলাই মেশিন।


৬.
আপেলের গল্প
নিউটনের কল্প!
এ শতাব্দীতে
মধ্যাকর্ষন মানে
আপেল ওড়ে
ঘুড়ির মতন।


৭.
আমি এক পাগল
বকি আবোলতাবোল
কালাচাঁদ চেহারা
তবু্ও, ওরা কয়
আমি নাকি ধবল।


©Md Abdul Hafiz