তোমরা যা দেখছো আমি দেখিনা ;আমি দেখছি চারিদিকে শুধু লাশ আর লাশ।
তোমরা দেখছো যা প্রতিনিয়ত ; আমি দেখিনা মোটেও দেখিনা।
আমি দেখি চারিদিকে শুধু খোঁড়া সারিসারি কবর।
তুমি হৈচৈ দেখো
তুমি হৈহৈ দেখো
গানও গাও -
মধু হৈহৈ করে, মধু হৈহৈ করে।
কিন্তু আমি কিছুই দেখিনা
কিছুই শুনিনা
আমি দেখি শুধু নিরবতায় আচ্ছন্ন
সকাল,দুপুর,বিকাল, রাত
দেখি চারিদিকে লাশ আর লাশ
ও নিরব নিস্তব্ধ কবর
জগতটাই কী তবে গোরস্থান হয়ে যাবে?
তোমারা কী কোন গন্ধ পাও?
চামড়া ছ্যাঁচানো দুর্গন্ধ!
আমার তো দম বন্ধ হয়ে এলো
দুর্গন্ধ, কেবলই চামড়া পচা দুর্গন্ধ!
একটা গরিবদুঃখীও নেই
পালিয়েছে সবাই।


#বেনাপোল
২৬/০৮/২০১৮