সে অধীরদা এখনো বেঁচে আছে
আমিও আছি
আছে পলাশ,রুবেল,মিলন,ময়দুল,শহিদুল আরো অনেকেই
আবার অনেকে বেঁচে নেই
কেউ কেউ মাটির সাথে মিশে গেছে
আবার কেউ কেউ পাতা পোড়ার মতো পুড়ে গেছে
এখন করোনাকাল
এখন ভয়াবহ এক জীবন যাপন
গাছের পাতার মতো ঝরে যাচ্ছে মানুষ
বহুদিন হলো কত আপনজন, আত্মীয়, অনাত্মীয় অথচ প্রিয়জনের সাথে দেখা নেই
আবার দেখা হবে কিনা জানিনা
এখবর সবসময়ই বেখবর
কারো জানার সাধ্য নেই, তবে স্বপ্ন থাকে
এ স্বপ্ন নিয়েই মানুষ বাঁচে
অথচ সকলেই সকলের অজান্তে হারিয়ে যায়
এ করোনা কত নেবে জানি না
তবে কম নেবেনা এটা সত্য
ওতো নিতেই এসেছে
তবুও মানব সভ্যতা বাঁচবে
মানব সভ্যতা এত ঠুনকো নয়
আমি হয়তো থাকবো না
বা থাকবে না অনেকেই
তবু সবাই স্বপ্ন দেখে
আমিও দেখি অবিরত
চোখ খুলেও দেখি, বন্ধ করেও দেখি
ঘুমিয়ে আরও বেশি
একদিন প্রতিষেধক আবিষ্কার হবে,
হবেই, খুব দূরে নয়
সে দিনের অপেক্ষায় প্রহর গুনে চলেছি
মানব সভ্যতা আবারও জাগবে
হাসবে প্রাণখুলে, বসবে গায়ে গা ঘেঁসে
সামাজিক দূরত্ব বলে কিছু থাকবে না
থাকবেনা ভয়
জয়ধ্বনি বাজবে চারিদিকে
বাঁচি বা না বাঁচি স্বপ্ন দেখেই যাবো
আমি আলো দেখতে পাচ্ছি
আসছে, খুবই নিকটে
আলোকিত হয়ে যাবে এ করোনা জগৎ
আলোর ঝলকানিতে ঝলমল করবে
মানব সভ্যতা


#বেনাপোল
১২/০৬/২০২০
বিশ নয় কুড়ি