সুষ্মিতা
তুমি শুধু খাল হওয়া মরা নদীর কথা ভাবলে
তুমি শুধু খরায় চৌচির জমিনের কথা ভাবলে
সূর্যের প্রখরতায় হলদেটে মরা ঘাসের কথা ভাবলে
একবারও বুকের ছাতি ফেটে যাওয়া মানুষের কথা ভাবলে না
অভাব অনটনে থাকা বুভুক্ষু কৃষকের কথা ভাবলে না
যাদের মাথার ঘামে পা ভিজে যায়
প্লিজ প্রিয়তমা একবার মানুষ নিয়ে ভাবো
মানুষের কথা ভাবো
মানুষের কষ্টে মানুষ হয়ে মানুষ হওয়ার চেষ্টা কর
তুমি যেদিন মানুষ হবে
দেখবে মানুষ কত সুন্দর
মানুষ কতটা সম্মানিত
মানুষ কতটা স্বর্গীয়
যেদিন তুমি মানুষ হবে
দেখবে তুমি কাঁদতে শিখেছো
তুমি মানুষের জন্য কাঁদতে শিখেছো
যেদিন তুমি মানুষ হবে
দেখবে তোমার ভেতরটাতেও অগ্নিস্ফুলিঙ্গের অস্তিত্ব
মানুষ হও
মানবিক হও
দেখবে মানুষের জন্মে তুমি কতটা খুশি হয়েছো
মানুষ হও
মানবিক হও দেখবে, মানুষের মৃত্যু তোমাকে কতটা পোড়াই
যখনি দেখবে মানুষের জন্ম তোমাকে হাসাই
ষখনি দেখবে মানুষের মৃত্যু তোমাকে তিলেতিলে পোড়াই
সেইদিনই তুমি ভেবে নিবে
তুমি মানুষ হয়েছো
তুমি পোড়া, খাঁটি মানুষ হয়েছো।


#বেনাপোল
১৪/০৬/২০১৯