একটি বাচ্চা ছেলে। বয়স আর কত, খুব বেশি হলে তিন বছর নয় মাস। আমি তার কাছেও অবিরত শিখে যাচ্ছি। বাচ্চা বললে বা শিশু বললে কী হবে। তারা তো জন্মেছে পৃথিবী সৃষ্টি হওয়ারও পঞ্চাশ হাজার বছর পূর্বে। এসব শিশুদের পরমাত্মা জন্ম নেওয়া শিশুদের প্রতিক্ষণ নাচিয়ে চলেছে। পরমাত্মা যা করে শিশুরাও তাই করে। আত্মা ও পরমাত্মার অনন্ত সুর সঙ্গীত বেজেই চলেছে প্রতিক্ষণ। সে হিসেবে প্রত্যেক  শিশুই প্রাজ্ঞ। গত কয়েকদিন পূর্বে আমি সে শিশুটির সাথে একটা ছোট ফুটবল নিয়ে খেলছিলাম। শিশুটিকে মজা দেওয়ার জন্য বললাম দেখেছো  তো ফুটবলটার দুষ্টুমি। প্রতিত্তোরে শিশুটি আমাকে বললো, বল আবার দুষ্ট হয় না কি? বলটিকে তুমি মারছো তাই বলটি যাচ্ছে। তাহলে বলের দোষ কোথায়? দোষ তোমার। আমি অবাক হয়ে গেলাম তার কথা শুনে। তাইতো!
সবাই যে বলে দেশ রসাতলে গেল। দেশের কি হাতপা আছে নাকি যে দেশ রসার তলে যাবে?
দেশ একদমই দেশের জায়গায় আছে। আমরা এদেশের নাগরিকগণ দেশটা কে রসাতলে নিয়ে যাচ্ছি।


#বেনাপোল
২০/০৫/২০১৯