মৃত্যু আছে তাই অনন্ত জাগে অনন্তকাল ধরে


প্রিয়তমা স্ত্রী বলে তুমি মৃত্যু নিয়ে আর কোন কবিতা লিখো না।
আমি বলি আচ্ছা লিখবো না,
লিখবো না বললেই কি আর বন্ধ করা যায়?
আমি লিখেই যাই।
মৃত্যুই তো সুন্দর, মৃত্যুই তো সত্য
মৃত্যুই তো কঠিন, যেমন সত্য কঠিন
কঠিনকেই মানুষ ভালোবাসে, আঁকড়ে ধরে।
মানুষ মৃত্যু কে নিয়েই বেঁচে থাকে
মৃত্যু কে সাথে নিয়েই রংবেরঙের স্বপ্ন দেখে।
মৃত্যুর জন্য-ই তো জীবনকে ভালোবাসে মানুষ।
আমি মৃত্যু নিয়ে লিখতে চাইনা একটি শব্দও ; তবু কেমন করে চলে আসে
তবু যে ক্যামন করে চলে আসে!
একজীবনে মৃত্যুর এত হাতছানি
তবুও মানুষে মানুষে এত হানাহানি, যুদ্ধ -বিগ্রহ!
যে জমিতে হয়তো শেষ ঠাঁই হবেনা
সে জমিজিরাত নিয়েও এত তেজ, এত রাহাজানি, কেন জানি?
আমার স্ত্রী আলবাত জানে
জানে সত্যটা কত কঠিন
নিবেই একদিন আমাকে, তাকে
পৃথিবীর সব মানুষকে -
তবু মায়ার বাঁধন কে বা ছিঁড়তে চাই?
ক্ষমতা নিয়ে হানাহানি
প্রেম নিয়ে কচকচানি
রঙিন স্বপ্ন নিয়ে টানাটানি
অথচ এসবের ভিতরে মৃত্যু আরও বেশি উজ্জ্বল, আরও বেশি কাব্যময়।
মৃত্যু আছে তাইতো কবিতা লিখে কবি
মৃত্যুর মাঝেই আশা-আকাঙ্ক্ষার  তীব্রতা
মৃত্যু আছে বলেই না অনন্ত জাগে অনন্তকাল ধরে।


#বেনাপোল
০৭/১১/২০১৯