নিজেকে অনেক লুকানোর চেষ্টা করি
লুকাতে পারিনা, লুকাতে পারিনি।
কষ্টে পাঁজর ভেঙ্গে
হৃদয়ের অন্তস্থলে বিদীর্ণ বেদনা
মস্তিষ্কের অসহনীয় চাপ
কবিতার শব্দে সব খান খান হয়ে যায়।
আমি লুকাতে পারিনা নিজেকে
মুখে,চোখের চাহনিতে মাদকতা
ছড়িয়ে পড়ে বিদ্যুতের ঝলকানির ন্যায়।
লোকে বলে তুমি বা তুইতো কবি হয়ে গেছিস
কবি হলেই কি কষ্ট বইতে হয়? অথবা
কবিরা কি কষ্টের ফেরিওয়ালা?
আমি নিজেকে লুকাতে পারলাম কৈ?
পারিনি।
সেদিন গলা ছেড়ে আমার প্রিয় বাংলাদেশ
গান গেয়ে হো হো করে উঠেছিলাম।
প্রিয় সহকর্মীরা খুব আনন্দিত হয়েছিল
আমি আনন্দিত হইনি
আমার চোখের গভীরে ছিল কয়েক ফোঁটা জল
খুব কষ্ট পেলে মানুষের চোখে বেশি জল আসেনা
হৃদয় বিদীর্ণ হয়
যে জল ঝরে যায়, তা কেউ দেখে না।
আজ যে স্বাধীনতা আমার, তোমার, সবার
তার বিনিময়ে এক মানবের আধেক জীবন কারাবাস।
সত্যি করে বলুনতো আপনারা
বৃদ্ধ মা বাবা-মা, স্ত্রী সন্তান রেখে সংগ্রাম করার অভিপ্রায়ে ভাসেন?
জানি সব উত্তর হবে, না।
আজ প্রিয় বাংলাদেশ বলে উঠি কার জোরে?
সে-ই সাত-ই মার্চের ভাষণের জোরে।
আমার প্রিয় বাংলাদেশ,
আমি তোমায় ভালোবাসি
আমার প্রিয় বঙ্গবন্ধু আমি তোমায় ভালোবাসি।
এ দেশ আজ হায়েনার কবলে
ঐ সব হায়েনা-দুর্বৃত্তরা গুলি চালিয়েছিলো
বাংলাদেশের বুকে, বঙ্গবন্ধুর বুকে।
আমি নিজেকে লুকাতে পারিনা
দু'এক ফোঁটা জল গড়িয়ে পড়ে
কেউ দেখে কেউ দেখে না
আমি বেশ ভালোই দেখি
কোন দর্পণ ছাড়াই।
আমি নিজেকে লুকাতে পারিনা
নিজের কাছে নিজেই ধরা পড়ে যাই।


#বেনাপোল
০১/০৪/২০২১