অন্ধ ও চক্ষুষ্মান
অন্ধকার ও আলো
ছায়া ও রৌদ্র
সমান নয়।
জীবিত ও মৃত
সমান নয়।
মৃত মানুষ কে সৎ বাণী শোনানো যাইনা
মৃত ব্যক্তিকে হিংসা করতে নেই,
যে চলে গেছে এ ধাম থেকে
ঘাটাঘাটি করো না তাকে নিয়ে।
মৃত ব্যক্তি কে হিংসা করা যাইনা
তবে জীবিত ব্যক্তি কে হিংসা করো কেন?
অন্ধ যা দেখে
তোমার চোখ থাকতেও তা দেখো না
চক্ষুষ্মান মানুষ যা দেখে
অন্ধ তা দেখে না।
অন্ধকারে জগতের সব দেখা যাই
চোখ বু্ঁজলেই বুঝবে।
আলোতে দেখা যাই
সামনে যা কিছু থাকে, তার বেশি নয়।
ছায়া পড়ে দেখা যাই
স্পর্শ করতে পারো কি?
রৌদ্রস্নাত হওয়া যাই সহজেই
রৌদ্র ছুঁতে পার কি?
সমান ও অসমান
কখনো সমান নয়।
জীবিত ও মৃত সমান নয়
মৃতকে সৎ বাণী শোনানো যাইনা
যারা জীবিত হয়েও মৃত তারাও তাই।
জল ও পানি
এক হয়না কখনোই
এটাই সত্য, নির্মম সত্য।


#বেনাপোল
১৯/০২/২০২১