যেটুকু প্রেম ছিল -
তাও নিঃশেষ হতে চলেছে নিঃশব্দে
ভুল আর ফুলে।
এ পৃথিবীর সবকিছু এখন বিষাক্ত ফুলের দখলে,
জীবন টিকে আছে টিমটিমে প্রদীপের মতো।
বিষময় এ জগৎ  কণ্টকাকীর্ণ অদৃশ্য এক ফুলে,
প্রিয়তম প্রেম কোথায় পাবো বলো?
দূরত্বে দূরত্বে -
প্রেম ঘৃণা ও অবহেলায় বিলুপ্তপ্রায়।
প্রিয়তম প্রেম-নিবেদন, ভালোবাসার সময় এখন নয়
এখন যে এ পৃথিবীর বড্ড অবেলা,
মানুষের কালবেলা।  
এ অবেলা- কালবেলায়
প্রেম উড়ে যায় শিমুল তুলার ন্যায়
প্রেম তচনচ হয় আম্পানের ধ্বংসযজ্ঞের ন্যায়
প্রেম মরে যায় লক্ষ কোটি শুক্রাণু মরে যাবার ন্যায়
প্রিয়তম বলো প্রেম আছে কী কোথাও?


#বেনাপোল
২৬/০৬/২০২০