চুল পেকেছে সে কবে থেকেই
বুঝতে নাহি দিতে চাই
সবুজ, নবীন থাকতে গিয়ে
চুলে কালো রঙ লাগাই।
চুল পেকেছে মন পাকে নি
আছে সবুজ এখনো
বুড়িয়ে গেলেও, বাঁচতে চাই
সবুজ হয়ে তখনো।
পাকা চুলে কলপ দিয়ে
সত্যটাকে ঢাকি
আসলে ভাই, আমরা সবাই
ভালোবাসি মেকি আর ফাঁকি।
যতই ঢাকি পাকা চুল ও পাকা দাড়ি
বৃদ্ধ হলেই, শিশুর মতো হতে হবে
রঙ্গিন ভাবনায় পড়বে দাঁড়ি।


#বেনাপোল
০৩/০২/২০২১
কপিরাইট Md Abdul Hafiz