খুকু আজ তোর জন্মদিন
তোকে নিয়ে একটি কবিতা লিখবো বলে
কলম হাতে নিয়েছি
কিন্তু কলম তো থেমে গেল , কিছুতেই মাথায় একটি শব্দও আসছে না ,
হঠাৎ বুকের ডান পাঁজর মোচড় দিয়ে উঠল , চোখের সামনে ভেসে উঠছে
সর্বনাশা বানের পানিতে ভেসে যাওয়া অসহায় মানুষের মুখ ,
ছোট  - ছোট স্বপ্ন
একবেলা একমুঠো ভাতের স্বপ্ন ,
গাছের তলে চালহীন ঘরে দু'দণ্ড বেঁচে থাকার স্বপ্ন
সব ভেসে যায় ;
ভেসে যায় জীবনের ফিকে রংটাও
এমনকি ভেসে যায় কেবলই জন্ম নেওয়া শিশু ও
মায়ের জরায়ু থেকে বেরিয়ে আসা টকটকে লাল রক্ত
ভেসে যায় পানি চুক্তির নামে দু'দেশের অন্তর্বাস
নিচে বানের তোড় দেখে হি হি করে হাসে
আকাশে আন্তর্জাতিক প্রতারণার ফাঁদ
পানি চুক্তি ! এ যেন দু'ভাইয়ের কাঁথা ভাগাভাগির গল্প
শীতে বড়ো জন কাঁথা পায় আর গরমে ছোটো জন ।
খুকু , কষ্ট পাস না তোর জন্য কবিতা লেখা আর হলো না ;
অসহায় মানুষের সাথে আমার ও তোর
ভালোবাসার চুক্তিও ভেসে গেল ।
আজ না হয় তাদের জন্যই কবিতাটি উৎস্বর্গিত হলো !


বেনাপোল
৪ ভাদ্র ১৪২৪
১৯/০৮/২০১৭
রাত ১:৫৮