ফেলানী , শব্দটি লিখতেই বুকের মধ্যে মোচড় দিয়ে উঠে ,
কলম বিদ্রোহ করে
কম্পিত হাত আর স্থির হয়না ।
ফেলানী , শব্দটি লিখতেই
দু'চোখ ঝাপসা হয় ,
ফোঁটা ফোঁটা অশ্রুপাত হয়
মস্তিষ্কে শুরু হয় রক্তক্ষরণ ।
বিচারের নামে অবিচার
ফেলানী , ফেলানী হয়েই থেকে যায়
সীমান্তের কাঁটা তারে ঝুলতে থাকে তার আত্মা-
তার আত্মার সাথে ঝুলতে থাকে  বাংলাদেশ ।


বেনাপোল
০৬/০৭/২০১৫