যখন গ্রীষ্মের প্রখরতা
তুমি আরও সুন্দর - জাগায় মুগ্ধতা
বর্ষায় সোঁদামাটির গন্ধে
বদলাও ছন্দে ছন্দে
শরতের কাশফুলের সৌন্দর্যে
অবাক হই তোমার ধৈর্যে
তুমি তখন শান্ত ও ধীর
তোমার ধীরতায় হই আমি অধীর
হেমন্তের মৌ মৌ গন্ধে
প্রেম জাগে তোমার রন্ধ্রে রন্ধ্রে
তখন তুমি অশান্ত বাতাস
প্রেম ভালবাসার হয় প্রকাশ
অতি বড় ঝড় তোল তুমি
সে ঝড়ে কম্পিত হয় ভূমি
তোমার অন্দর মহলে কোলাহল
ফুটে ওঠে প্রেম শতদল
শীতে তুমি ভয়াবহ শঙ্কিত
ভেতরে ভেতরে প্রেম হয় অঙ্কিত
শীতের রাতে -
আমার মৃত্যু আসে বারবার
তোমার সৌন্দর্যের তাপে-
জেগে উঠি আবার
চঞ্চল চপলতায়-
এলোমেলো তুমি বসন্তে
সৌন্দর্য তখন-
তোমার প্রান্তে অপ্রান্তে
নতুন করে জেগে ওঠে-
তোমার ভেতর
মর্ত্য ফিরে পাই-
নব জীবন-নব অন্তর


বেনাপোল
১৪/০৮/২০১৫