নিভৃতে থাকা হৃদয়ে সুতোর নিপুণ ফোড়নগুলি
ক্ষয়ে যায়
ক্ষয়ে যায় - হৃদয়ে গ্রথিত ছবিগুলিও ;
কান্না - হাসির দোলাচালে
হৃদয়ের গভীরে যে ভালবাসা
পরিণত হয় ঘৃণায়
ক্ষোভের পেছনে থাকা আত্মচিৎকার
নির্মম শিৎকারে বেরিয়ে আসে ।
জীবনের ভুলগুলি
ফুরফুরে হাওয়ায় ভেসে বেড়ায়
প্রহসনে চাপা পড়ে দায়মুক্তি চায়
সুযোগ খোঁজে -
একটিবারের জন্য হলেও নিজেকে শুধরে নেওয়ার ।


মোঃ আব্দুল হাফিজ
১৮ ভাদ্র ১৪২৩
২২/০৯/২০১৬
বেনাপোল