দূর করো হে , মনের সংকীর্ণতা
প্রসারিত করো হৃদয় আমার
ভালোবাসায় , মানবিক চেতনায়
যেন না খুঁজি কোন কপটতা ।


সত্য - মিথ্যা নির্ণয়ে
বিবেক জাগাও , হে মহান
সদা সঞ্জান থাকি যেন
মহাপাপ হীনতায় ।


হে প্রভু আমার
তোমার চেয়ে বল কে আছে উদার ?
তুমি যদি না কর ক্ষমা
বল , কে আছে আর ?


শেখাও মোরে করতে ঘৃণা
পাপকে , পাপী কে নয়
সরল পথে চলতে শেখাও
হিংসা - বিদ্বেষবীনা ।


হে উদার , করি মোনাজাত
বাসতে পারি যেন ভাল
আর হাসিমুখে থাকি সদা
না করে যুদা , জাত -বেজাত ।


হে শান্তি দাতা , হে সুখ দাতা
তুমিই জগতের ত্রাতা
সুখী কর হে , আছে যত প্রাণী
মনুষ্যজাতি , সকল ভ্রাতা ।


বেনাপোল
অফিস -১৮
২৩/০৩/২০১৭
রাত - ১০ টা