প্রেম মহাজাগতিক ব্যাপার
মানুষ কখনোই প্রেমকে বুঝে উঠতে পারেনি
বুঝবেনা কোনকালেই।
সমুদ্রের জলরাশি থেকে একবিন্দু জল তুলে নিলে সমুদ্রের কিইবা আসে যায়,
প্রেমও তদ্রূপ ;
যা চোখে দেখা যায়, সেটা সমুদ্রের একবিন্দু জলের মতোই।
প্রেম এক অদৃশ্য, অস্পৃশ্য ভাব ও ভাবনা
এ প্রেম বুঝবেনা কেউ কোনদিনই।
যেটুকু মানুষ বুঝে তা প্রেম নয়, ভালোবাসা
প্রেম মহাজাগতিক, কল্পনার আধার
প্রেম বুঝার মতো শক্তি বা সামর্থ্য মানুষের নেই
প্রেম অসজ্ঞায়িত।  


#বেনাপোল
০৪/০৮/২০১৯