হাজার লক্ষ পাতা ঝরে এই মাঘের শীতে
পাতার মর্মর ধ্বণিতে জীবন বাজে যেন পরতে পরতে
শীতের রাতেও চাঁদ উঁকি দেয় হিজলতলীর গাঁয়ে
তোমার স্মৃতি বিস্মৃতি হয় কি হৃদয়ের চিরস্থায়ী ঘায়ে?
আমি জাগলে তুমিও জাগো
আমি ঘুমালেও নির্ঘুম রাতে তুমি হানা দাও অন্তর গহীনে।
আমি চিরনিদ্রায় গেলেও তুমি চুপিচুপি আসবে
আমার নয়নদুটি সতেজ থাকা পর্যন্ত এ-ও আমি ভালো জানি।
২৮ মাঘ, ১৪২৫
১১/০২/২০২০