এখন আশ্বিনেও চৈত্রের খরা
প্রকৃতি শাপে মানব জীবন বিপর্যস্ত
শীতের শিউলিও হারিয়েছে অভিজাত
আর মালা গাঁথে না কোন গ্রাম্য ষোড়শী
তার প্রিয়তমের জন্য , হাতে থাকে স্মার্ট ফোন
চিঠির বদলে ফেসবুকিং নিয়েই ব্যস্ত সারাক্ষণ ।


মানুষের অভ্যাস কিভাবে পাল্টে যায়
প্রিয়তম আমি ভেবেই অকুল পাথার
তুমিও পাল্টে গেছো আমূল ।


জলবায়ু বদলে যাওয়ার মতোই
তোমার নরম কোমল হৃদয় এখন
পাষাণ , কোন জায়গা নেই আমাকে নিয়ে ভাবার ।


তাইতো আমি নিশ্চুপ হয়ে গেছি
একেবারেই নিশ্চুপ , মৃত মানুষের মতো নিশ্চুপ
তবে হৃদয় মনিকোঠায় শুধু তুমিই আছো
আমার বসন্ত শুধু তোমারই জন্য ।


বেনাপোল
২৬/০৯/২০১৭