পাখির ডানা কেটে ফেলেছো
আবার উড়তে বলছো
আহা! কি হাস্যকর ব্যাপার!


উটপাখিকে বলছো বিচরণ না করে
উড়াল দিতে আকাশে
আহা! প্রহসন! নির্মম প্রহসন!


যার পা নেই খুঁড়িয়ে হাঁটে
তাকেই পাঠাচ্ছো বাজারঘাটে।
তোমার মাথায় কি ঘিলু বলে কিছু আছে?
না লুকিয়ে রেখেছো কেউ কেড়ে নেয় পাছে?  


হাত কেটে ফেলেছো অন্যায় অবিচার করে
আবার তাকেই বলো এসো হাঁটো আমার হাতটি ধরে!


মনে রেখো তোমারও একদিন থাকবেনা সে হাত
খেতে পারবেনা তোমার সামনে বেড়ে রাখা গরম ভাত।


মনে রেখো কোন একদিন তুমিও খুঁড়াবে
তোমায় দেখে মজলুম মানবের নির্যাতিত হৃদয় জুড়াবে।


মনে রেখো তুমিও একদিন পারবেনা আকাশে উড়তে
অনুতাপের পাপে গড়াগড়ি খাবে তোমার বেদখল মাটিতে।


বেনাপোল
২ জৈষ্ঠ,১৪২৫
১৫/০৫/২০১৮